321 views
in Interview Question by
edited by

সরকারি/বেসরকারি চাকরিতে ভাইভা বোর্ডে করা সবচেয়ে কমন কিছু প্রশ্ন

ভাইভা বোর্ডে যারা থাকেন তারা কিন্তু নানাভাবে যাচাই-বাছায়ের মাধ্যমে আপনাকে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দিবেন। একজন চাকরি প্রাথীরা শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি তার স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয় কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়।

ভাইভা বোর্ড ঢুকেই অনেকে নিজের অজান্তেই প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন। নিয়োগদাতারা তেমন কোন প্রস্ন না করেই বা সোজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এরকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্যজন্য কিছু কৌশল আছে যা পরবর্তীতে কোনো সময় আপনাদের কাছে উপস্তাপন করব।

এখন আসি সরকারি এবং বেসরকারি চাকুরীর ভাইভা তে সাধারণত ফ্রেশার এবং চাকুরির পূর্ব অবিজ্ঞদের যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গে একটি প্রশ্নের তালিক দিলাম। এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দিতেন তা নিচে কমেন্ট করে জানান।

  1. আপনার নাম কী?
  2. আপনার নামের অর্থ কী?
  3. এইনামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন।
  4. আপনার জেলার নাম কী?
  5. আপনার জেলাটি বিখ্যাত কেন?
  6. আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন?
  7. আপনার বয়স কত?
  8. আজ কত তারিখ?
  9. আজ বাংলা কত তারিখ?
  10. আজ হিজরি কত তারিখ?
  11. আপনি কী কোন দৈনিকপত্রিকা পড়েন?
  12. পত্রিকাটির সম্পাদকের নাম কি?
  13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুণ।
  14. আপনার জেলার নাম কী? জেলা সম্পর্কে ১মিনিট আলোচনা করুণ।
  15. আপনার জেলার বিখ্যাত কিচু মানুষের নাম বলুন? তারা কি কারণে বিখ্যাত তা বলুন।
  16. আপনার বয়স, জন্ম তারিখ কত?
  17. আপনি কোন দৈনিক পত্রিকা পড়েন, পড়লে সম্পাদকের নাম কি?
  18. বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা বলবেন।
  19. আপনার পরিবার সম্পর্কে বলুন।
  20. আমরা আপনাকে কেন চাকুরী দেব?
  21. বিয়ে করেছেন? কেন করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি?
  22. আরো পড়াশোনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?
  23. আর আগে কোথায় জব করেছেন? সেখানে কি ধরনের কাজ করেছেন, সেটি কেন ছেড়ে দিয়েছেন?
  24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজি/বাংলা) বলুন।
  25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন।
  26. আপনার নিজের strength/weakness কি কি বলে মনে করেন?
  27. একটি শব্দে তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখা করবেন?
  28. যে শব্দের জন্য আবেদন করছেন তাকে অন্যগুলোর সাথে কিভাবে তুলনা করবেন?
  29. আপনার তিনটি গুন ও দূবর্লতার কথা কি বলতে পারেন?
  30. বর্তমান চাকুরিটি ছেড়ে দিতে চান কেন?
  31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করেন?
  32. কোন ধরনের বস ও সহকর্মীদের নিয়ে আপনি কাজে সফল হয়েছেন। কেন?
  33. একজন উদোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছেন?
  34. যেকোন একটি চাকরির সুযোগ পেলে আপনি কোথায় চাকরি করতেন?
  35. আগামীকাল কোটি টাকা পেয়ে গেলেন আপনি কি করবেন?
  36. আপনার বস অথবা বড় কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রভাব পেয়েছেন?
  37. আপনার সাথে কাজ না করার একটি কারণ বলতে পারেন।
  38. এতদিন কাজ থেকে দূরে থেকেছিলেন কে?
  39. এই ইন্টারভিউ এর জন্য কিভাবে সময় পেলেন?
  40. একটি সমস্যার কথা বলুন যা আপনি নিজে সমাধান করেছেন।
  41. আপনি নেতৃত্ত্ব দিয়েছেন বা দলগতভাবে করেছেন এমন কাজের বর্ণনা দিন।
  42. আগামী পাঁচ থেকে দশ বছর নিজেকে কোথায় দেখতে চান।
  43. আপনাকে কেন আমাদের নিয়োগ করা উচিত বলে মনে করেন?
  44. চাপের মধ্যে কাজ করা বলতে কি বুঝেন?
  45. হার্ড-ওয়ার্ক এবং স্মার্ট-ওয়ার্ক বলতে কি বুঝেন।
  46. চাপের মধ্যে কাজ বলতে কি বুঝ?
  47. ভ্রমণ করা কে কিভাবে দেখছেন?
  48. প্রয়োজনে ভ্রমণ বা টান্সফার হয়ে গেলে কিভাবে দেখবেন?
  49. আপনার জীবনের লক্ষ্য কি?
  50. কি আপনাকে রাগিয়ে তোলে?
  51. কে আপনাকে প্রেরণা যোগায়?
  52. আপনার জীবনের কিছু ক্রিয়েটিভ করা কিছু উদাহরণ দিন।
  53. আপনি কি একা কাজ করতে ভালোবাসেন নাকি দলকে নিয়ে কাজ করতে ভালোবাসেন।
  54. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন।
  55. লিডার হিসেবে আপনি নিজেকে এক থেকে দশের ভিতরে কত দিবেন?
  56. আপনার পছন্দের কিছু চাকরি অফিস লোকেশন এর উদাহরণ দিন।
  57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথাই দেখতে চান।
  58. আপনার আগের কোম্পানি থেকে কেন চাকুরী ছেড়ে দিতে যাচ্ছেন।
  59. এতদিন কাজ ছেড়ে দিয়েছিলেন কেন?
  60. অনেকগুলো কোম্পানি কেন পরিবর্তন করেছিলেন।
  61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিল?
  62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছেন তার উদাহরণ দিন।
  63. আপনাকে যদি আমার নিয়োগ দেই তাহলে আপনি কি পরিবর্তন আনতে পারবেন বলে মনে করেন।
  64. আপনি কি মনে করেছিলেন আপনি আপনার আগের কাজে সর্বোচ্চ টা দিয়ে করেছিলেন?
  65. আপনার যে ছোট বয়সে কাউকে রিপোর্ট দেয়াকে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন আপনি সফল?
  66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য আপনি বিগত বছরে কি কি করেছেন?
  67. আর কোথায় কোথায় আপনি চাকরির জন্য আবেদন করেছেন?
  68. আমাদের কোম্পানির সাথে কি পরিচয় আছে?
  69. আপনাকে যদি নিয়োগে দেওয়া হয় তাহলে আপনি আমাদের সাথে কতদিন কাজ করার ইচ্ছা রয়েছে?
  70. আপনি কি কাউকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন? কোন পন্থা অবলম্বন করেছিলেন। তখন আপনার প্রতিক্রিয়া কি ছিল?
  71. ব্যাখ্যা করুন আপনি কিভাবে আমাদের অমূল্য সম্পদ হবেন।
  72. আপনার দেওয়া সাজেশন ম্যানেজমেন্ট করেছে এমন উদাহরণ।
  73. কলিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য?
  74. নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহণ করেছেন?
  75. আপনার শখ কি বা কি করতে ভালো লাগে?
  76. আপনার নিজের সময় জ্ঞান সম্পর্কে বলুন।
  77. আপনি কেমন বেতন আশা করছেন বা আপনার সেলারি এক্সপেক্টেশন কি?
  78. Hard Work এবং Smart Work এর মধ্যে পার্থক্য কি?

ইন্টারভিউ শেষে সাধারণত জানতে চাওয়া হয়, "আপনার কি আর কিছু জানতে চাওয়ার আছে"?

এগুলো ছাড়াও আর কি কি প্রশ্ন করতে পারে যা আপনারা যারা অনেকবার ভাইভা দিয়েছেন, কি কি প্রশ্ন করেছে শেয়ার করুন প্লিজ। এবং উপরের প্রশ্নগুলোর সুন্দর ও যৌক্তিক উত্তর যদি আপনার জানা থাকে  তবে নিচে উত্তর দিন।

1 Answer

0 like 0 dislike
by
edited by
 
Best answer

78. Hard Work এবং Smart Work এর মধ্যে পার্থক্য কি?

এই প্রশ্নটির উত্তর পেতে এখানে ক্লিক করুন।

3.4k questions

3.4k answers

18 comments

5 users

স্বাগতম, এই Q&A My All Garbage সাইটে কেবলমাত্র Registered User-রা প্রশ্ন রাখতে পারবেন এবং প্রশ্নের উত্তরও দিতে পারবেন।

আপনি চাইলে নিয়মিত প্রশ্ন ও উত্তর যোগ করে টাকা ইনকামও করতে পারবেন।

সুতরাং Registered User হতে বা প্রশ্ন ও উত্তর যোগ করে টাকা ইনকাম করতে আমার WhatsApp নাম্বার +88-01855-859565 তে মেসেজ করুন। ধন্যবাদ।

Categories

বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা সহায়ক ওয়েব সাইট।

বাংলা প্রবন্ধ রচনা - ৪১২ টি

ভাবসম্প্রসারণ - ৩০১ টি

অনুচ্ছেদ - ২৩১ টি

চিঠি-পত্র ও দরখাস্ত - ১৩৬ টি

প্রতিবেদন প্রণয়ন - ৭১ টি

অভিজ্ঞতা বর্ণনা - ৫২ টি

সারাংশ - ১৯১ টি

সারমর্ম - ১৫৮ টি

খুদে গল্প - ১৩৮ টি

ভাষণ লিখন - ৫৮ টি

দিনলিপি - ৩০ টি

সংলাপ - ১১০ টি

বাংলা ব্যাকরণ - ৬৫ টি পোস্ট

Composition / Essay - ৩১১ টি

Paragraph - ৬৪০ টি

Letter - ১২৪ টি

Application - ৮৩ টি

Email - ৫২ টি

Dialogue - ৯০ টি

Completing Story - ১১৮ টি

Poems or Stories - ৭৯ টি

Amplification - ৫৮ টি

Report Writing - ৫৩ টি

English Grammar - ৫০ টি পোস্ট

গাণিতিক যুক্তি - 178+ Unique Problems

লাইব্রেরি - ৭২২ টি বই

CV & Bio-Data - ১৯ টি

Job Cover Letter - ১৬ টি

সাধারণ জ্ঞান - ৪০০ টি পোস্ট

এক জাতীয় বিষয় - ১০ টি

তথ্যকোষ - ৩৩ টি পোস্ট

হ য ব র ল - ১৭ টি পোস্ট

বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল

...