০.৪ x ০.০২ x ০.০৮ = ০.০০০৬৪
কৌশল : ৪ x ২ x ৮ = ৬৪
০.৪ এ দশমিকের পর ১ অংক
০.০২ এ দশমিকের পর ২ অংক
০.০৮ এ দশমিকের পর ২ অংক
অর্থাৎ দশমিকের পরে গুণফলটি ৫ অংশ বিশিষ্ট হতে হবে।
৬৪ নিজেই ২ অংক বিশিষ্ট্য সংখ্যা, তাই ৬৪ এর আগে আরো ৩ টা ০ দিয়ে মোট ৫ অংকের আগে দশমিক দিতে হবে। আর দশমিকের আগে একটা শূন্য এমনিতেই দিতে হয়।
উল্লেখ্য: দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে যদি উন্মুক্ত ০ থাকে, তবে তা ধরা হয় না এই কৌশলে।
যেমন : ০.০২০ কে ধরতে হবে ০.০২। শেষের উন্মুক্ত শূন্যটি বাদ যাবে।